ব্রেকিং নিউজ রাজ্য

Extra Marital Affair: স্ত্রীর সাথে বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে খুন ব্যবসায়ী

পরকিয়া প্রেমের কারনেই কার্যত সিনেমার কায়দায় খুন হলেন ভরতপুরের ব্যবসায়ী। এই ঘটনায় আরেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের নাম-কাজল দত্ত, বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর থানার সুন্দিপুর গ্রামে। মৃত ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে সার বিক্রি করতেন বলে জানা গেছে। একটি সারের দোকানও রয়েছে তাঁর।

পরিবার সূত্রে জানা যায়, আজ অন্যান্য দিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী। সঙ্গে ছিলেন তাঁর বেশ কয়েকজন বন্ধু।

অভিযোগ, সেই সময় মুখোশ পরা দু’জন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছে গলার নলি কেটে ওই ব্যবসায়ীকে খুন করে। এরপর খুনের কথা জানাজানি হতেই খবর দেওয়া হয় ভরতপুর থানার পুলিশকে। খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ব্যবসায়ীর গলার নলি কাটা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় কান্দি মহকুমা হাসপাতালে।

অপরদিকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে কয়েক ঘণ্টার মধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ধৃত ব্যক্তি মিষ্টির দোকানের মালিক। কাজল দত্তের দোকানের পাশে তাঁর মিষ্টির দোকান। ওই ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কাজলের। আর সেই সম্পর্কের কারণেই সাত সকালেই খুন হতে হল ব্যবসায়ী কাজল দত্তকে।