ভারতের সঙ্গে আফগানিস্তানের কোটি কোটি টাকার ব্যবসা চলত। এখন আচমকাই থমকে গিয়েছে দুই দেশের বাণিজ্য। বেশিরভাগ আফগানের আয়ের মূল উৎস হল কৃষিকাজ। ফলস রফতানি করেই রোজগার করেন অনেকে। কিন্তু আচমকা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় কী করবেন ভেবে পাচ্ছেন না আফগানিস্তানের বাসিন্দারা। যদি এভাবে চলতে থাকে, তাহলে হয়ত বেঁচে থাকাই দায় হয়ে উঠবে আফগানদের।
গত ২০ বছরে ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। ২০১৯–২০ সালে দুই দেশের মধ্যে ১৫০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। আফগানিস্তান থেকে ৮৫ শতাংশ শুকনো ফল ও বহু মশলা আমদানি করে ভারত। ভারতে আসে কিছু টাটকা ফলও। কিন্তু আপাতত বন্ধ বাণিজ্য। ভবিষ্যতে কী হবে, এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি তালিবান।
২০২০–২১ সালের রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে ভারত রফতানি করেছে ৮২৫ মিলিয়ন ডলারের ও আমদানি করেছে ৫০৯ মিলিয়ন ডলারের। ভারত থেকে মূলত চিনি, ওষুধ, চা, কফি, পোশাক, মশলা ও বিদ্যুৎ সংযোগের ট্রান্সমিশন টাওয়ার যেত আফগানিস্তানে। আফগানিস্তান থেকে আসত শুকনো ফল, আঠা ও কিছু পেঁয়াজ।
এদিকে পাকিস্তানের ওপর দিয়েই কার্গো বিমানে আমদানি রফতানি চলত। কিন্তু তালিবান সে সব বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বলে আগেই জানিয়েছেন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল ড. অজয় সাহানি। তবে ভবিষ্যতে আমদানি-রফতানি ফের শুরু হবে বলে আশাবাদী তিনি।