বিধিনিষেধ শিথিল হওয়ার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু এখনও স্বাভাবিক হয়নি বাস চলাচল। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে বাস চলছে নামমাত্র। এদিকে লোকসান করে বাস, ট্রেকার চালাতে নারাজ মালিকরা। তাঁরা তেলের দাম কমানোর পাশাপাশি ভাড়া বৃদ্ধি করার আবেদন করেছেন।
ট্রেন বন্ধ। তাই যাতায়াতের একমাত্র ভরসা বাস অথবা ট্রেকার। কিন্তু বেলা বাড়লে স্তব্ধ হয়ে পড়ছে পরিবহণ ব্যবস্থা। গন্তব্যে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও বৃদ্ধি করা হচ্ছে না বাসভাড়া। স্বাভাবিকভাবেই বাস মালিক ও সরকার পক্ষের টানাপোড়েনে ভুগছে সাধারণ মানুষ। অবিলম্বে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।
সকালের দিকে এবং বিকেল চারটে থেকে ছ’টা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকছে। দুপুরে যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। হুগলি ইন্টার রিজিওনাল এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে বলেন, বিধিনিষেধ উঠে যাওয়ার পর খাতায়-কলমে বাসের সংখ্যা বাড়লেও বাস্তবে সেভাবে বাড়েনি বাস। বাস মালিকরা প্রথম কয়েকদিন বাস চালিয়ে পরপর লোকসান হওয়ার জন্য বাস বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। ট্রেনের সঙ্গে বাস পরিষেবার যোগাযোগও ঠিকঠাক হচ্ছে না।