একে করোনা আবহে রাস্তায় যাত্রী নেই। তার উপর অস্বাভাবিক হারে ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটলেও সরকার বাস ভাড়া বাড়াচ্ছে না। ফলে রাস্তায় বেসরকারি বাস চলাচল প্রায় বন্ধের মুখে। এমতাবস্থায় শারদীয়া উৎসবে উত্তর দিনাজপুর জেলার পুজো কমিটিগুলোকে কোনও চাঁদা দিতে পারছেন না বলে জানিয়ে দিলেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
শুধু উত্তর দিনাজপুর জেলাই নয়, দক্ষিন দিনাজপুর, মালদা, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এই চার জেলার বেসরকারি বাস মালিক সংগঠন পুজোর চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছেন। বেসরকারি বাস মালিক সংগঠনের আশঙ্কা অবিলম্বে সরকার ভাড়া বৃদ্ধি না করলে বেসরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে যাবে। রাস্তায় চলবে শুধু সরকারি বাস।
উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক বলেন, প্রতিদিনই যানবাহনের জ্বালানি ডিজেলের দাম বেড়েই চলেছে। ৯৬ টাকা প্রতি লিটার ডিজেল কিনে রাস্তায় বাস চালাতে গিয়ে জ্বালানি খরচ বাড়ছে। অথচ করোনা আবহের কারনে রাস্তায় যাত্রী নেই এবং আগের ভাড়াতেই চালাতে হচ্ছে বাস। ফলে প্রতিদিন লোকসান করে বাস পরিষেবা দিতে হচ্ছে তাদের। ইতিমধ্যেই অনেক বাস মালিক রাস্তায় বাস নামানো বন্ধ করে দিয়েছেন।
সরকার যদি অবিলম্বে বাসের ভাড়া বৃদ্ধি না করে তবে উত্তর দিনাজপুর জেলা সহ চার জেলায় বেসরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি প্লাবন প্রামানিকের আরও অভিযোগ উত্তর দিনাজপুর জেলার বাস মালিকেরা বিধানসভা ভোটে ভোট কর্মীদের আসাযাওয়ার জন্য সরকারকে বাস দিয়েছিলেন। সেই বাস ভাড়া প্রায় ১০ লক্ষ টাকা আজও দিচ্ছেনা প্রশাসন। ফলে সমূহ ক্ষতির মুখে পড়েছেন জেলার বেসরকারি বাস মালিকেরা।