ব্রেকিং নিউজ রাজ্য

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, আহত ২০, আশঙ্কজনক ২

বসিরহাট জেলার হিঙ্গলগঞ্জ থানার বোলতলা জোড়া বটতলার ঘটনা। হাসনাবাদ ও লেবুখালী রোডে আজ সকাল আটটা নাগাদ একটি যাত্রীবাহী বাস ও ১০৭ গাড়ি রেষারেষির জেরে মোটরসাইকেল কে পাশ দিতে গিয়ে সোজা নয়ানজুলিতে পড়ে যায় যাত্রীবাহী বাস। যাত্রীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু দুইজন বাইক আরহীর অবস্থা খুব গুরুতর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাস ও ছোট একশ সাত গাড়ির রেষারেষিতে মোটরসাইকেল কে পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাস। তাদের কথায়, সম্পূর্ণ দুটো গাড়ির রেষারেষি জন্যই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে ক্রেন এনে বাসটিকে তোলার চেষ্টা শুরু হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা স্থলে রয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। বাসের চালক, খালাসী ও ছোট ১০৭ গাড়ির চালকও খালাসীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।