নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর পড়ে গেল যাত্রী বোঝাই বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত চারজনের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসায়। দুর্ঘটনায় জখমও হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে, রবিবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ যাত্রীবাহী বাসটি সেতুর উপর দিয়ে যাচ্ছিল। ওই সেতুর নিচেই রেললাইন। বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট ভেঙে রেললাইনে পড়ে যায়। বাসে ছিলেন অন্তত ৩০ জন যাত্রী।
যাত্রীদের আর্তচিৎকার শুনতে পেয়েই ছুটে যান স্থানীয় বাসিন্দারা। মোট ২৮ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়। জখম হয়েছেন বাকি প্রায় সকলেই। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তড়িঘড়ি খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান এসডিএমও। এদিন ঠিক কি কারণে এই দুর্ঘটনাটি হোল, ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে বাসচালক মদ্যপ ছিলেন কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনা প্রসঙ্গে দৌসার অতিরিক্ত জেলাশাসক রাজকুমার কাসওয়া বলেন, ‘দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুতগতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই কালভার্টে ধাক্কা মারে এবং রেললাইনের উপরে পড়ে যায়। প্রায় ৫০ ফুট উচ্চতা থেকে নীচে আছড়ে পড়ে বাসটি। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ-প্রশাসন আসে। আহত ২৮জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।’