করোনাভাইরাস পরিস্থিতিতে বাস ভাড়া বাড়িয়ে যাত্রীদের উপর আর্থিক বোঝা চাপাতে চায় না রাজ্য সরকার। কিন্তু ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে পুরনো ভাড়ায় রাস্তায় বাস নামানো বেসরকারি মালিকদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সম্প্রতি পরিবহণ দপ্তরের পক্ষ থেকে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সব দিক খতিয়ে দেখে নয়া আঙ্গিকে, দূরত্বের ভিত্তিতে আনুপাতিক হারে ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে তারা। বেসরকারি বাসে শূন্য থেকে ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৭ টাকা।
নয়া প্রস্তাব অনুযায়ী, প্রথম তিন কিলোমিটারের জন্য ৮ টাকা হবে ন্যূনতম ভাড়া। তারপর দূরত্ব বৃদ্ধির প্রেক্ষিতে পরবর্তী ভাড়া স্থির হবে।
সূত্রের খবর, নয়া ভাড়ার সুপারিশ অনুযায়ী, ৭ কিমি পথ অতিক্রম করলে দিতে হবে ১০ টাকা। ১০ এবং ১৫ কিমি দূরত্বের ক্ষেত্রে যথাক্রমে ১২ এবং ১৫ টাকা ভাড়ার সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে একইভাবে ভাড়া বৃদ্ধির দাবিতে সবর হয়েছিল বেসরকারি বাসমালিক সংগঠনগুলি। তাঁদের দাবিকে মান্যতা দিতে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলেন তৎকালীন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কমিটিও ভাড়া বৃদ্ধির পক্ষে সওয়াল করেছিল। কিন্তু, কোনও এক অজ্ঞাত কারণে সেই রিপোর্ট আজও দিনের আলো দেখেনি। তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে।
এবার ২১৩টি আসন নিয়ে তৃতীয়বারের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। নয়া মন্ত্রিসভায় পরিবহণ দপ্তরের দায়িত্ব পড়েছে ফিরহাদ হাকিমের ঘাড়ে। বাসমালিক সংগঠনগুলির সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে একাধিক বৈঠক করেছেন তিনি। মালিকদের বক্তব্য, মন্ত্রী তাঁদের কষ্ট-যন্ত্রণা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। তারপরই ফের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত নয়া কমিটি গঠনের সিদ্ধান্ত নেন মন্ত্রী ফিরহাদ। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি সাফ জানিয়ে দেন, বাসের ভাড়া বাড়বে না। বেসরকারি বাস-মিনিবাসকে কোনও আর্থিক কর ছাড়ও দেওয়া হবে না। কিন্তু, গত বৃহস্পতিবার পেশ হওয়া রাজ্য পূর্ণাঙ্গ বাজেটে পরিবহণ ক্ষেত্রেও জন্য একাধিক আর্থিক সুবিধার কথা ঘোষণা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাণিজ্যিক গাড়ির রোড ট্যাক্স ও অতিরিক্ত কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। নবান্ন সূত্রের দাবি, এখন ভাড়া বৃদ্ধির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।