দেশ লিড নিউজ

মর্মান্তিক দুর্ঘটনা, থানায় ঢুকে পড়ল গোটা বাস!

এক অবাক করা ঘটনা ঘটল রাজধানীর বুকে। উত্তর দিল্লির সরাই রোহিল্লা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তিন পুলিশকর্মী–সহ আহত হয়েছেন মোট চারজন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। কমল টি–পয়েন্টের কাছে একটি পুলিশ ফাঁড়ির ভিতর ঢুকে যায় গোটা বাস। পুলিশ ফাঁড়িটি পুরো ভেঙে গিয়েছে। সেখানেই মৃত্যু হয় এক ব্যক্তির।

পুলিশ সূত্রে খবর, প্রথমে ডিটিসি’‌র ওই বাসটি প্রথমে পুলিশ ফাঁড়িতে জোরে ধাক্কা মারে। তারপরই ফুটপাতের উপর উঠে যায় সেটি। একজনকে পিষে দেয় বাসটি। মোট চারজন ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিন পুলিশকর্মী–সহ রাস্তার এক পথচারীও আহত হয়েছেন ঘটনায়। ঘটনার পরই বাসের চালক ও কন্ডাকটর পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এই ঘটনার পর সরাই রোহিল্লা পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছে পুলিশ। কীভাবে বাসটি এমন দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। চালক মদ্যপ ছিলেন নাকি বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। থানায় বাস ঢুকে যাওয়া কেউ কল্পনাই করতে পারছেন না।