মর্মান্তিক বাস দুর্ঘটনা। মধ্যপ্রদেশে ব্রিজের রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে গেল পুনেগামী একটি বাস। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের৷ এ দিন সকালে ইন্দৌর থেকে পুণেগামী যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে গিয়ে পড়ে৷ এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১৩ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫ জনকে৷ আটকে রয়েছে এখনো বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।
সূত্রের খবর অনুযায়ী, বৃষ্টিতে ভেজা রাস্তায় চাকা পিছলে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে৷ মধ্যপ্রদেশের থড় জেলায় আগ্রা- মুম্বাই হাইওয়ের উপরে খালঘাট এলাকায় একটি সেতুর উপর থেকে বাসটি নর্মদা নদীতে পড়ে যায়৷ নর্মদা নদীর উপরে তৈরি ওই ব্রিজের উচ্চতা ছিল প্রায় ১০০ ফুট। যার ফলে সম্পূর্ণভাবে নদীতে ডুবে যায় বাসটি। জানা গিয়েছে, বাসটিতে মোট যাত্রী ছিল প্রায় ৫০ জন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনায় শোকপ্রকাশ করে জানিয়েছেন, “জেলা প্রশাসনের দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে৷ বাসটি নদী থেকে তোলা হয়েছে৷ খাড়গোন, থড় জেলা প্রশাসনের সঙ্গে আমি নিরন্তর যোগাযোগ রাখছি৷ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে৷”