রাজ্য লিড নিউজ

পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী বাংলো, তদন্তে বন দফতর

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ডুয়ার্সের মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বাংলোটি শেষ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়।

তবে, প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহেতের কোনো খবর নেই। কেননা ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোটিতে এই সময় কোনও পর্যটক ছিলেন না। কীভাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ বাংলোটিতে হঠাৎই আগুন ধরে যায়। প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুনের লেনিনহান শিখা ছড়িয়ে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় বাংলোটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

বাংলোটিতে যে কটি ঘর ছিল, সবকটিই পুড়ে খাক হয়ে যায়। তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে। খবর পেয়েই দমকল অধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বাংলোটি শেষ পর্যন্ত পুরোটাই ছাই হয়ে যায়।

প্রাথমিক তদন্তে অনুমান,শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। যদিও এই হলং বাংলোর ঢিল ছোড়া দূরেই রয়েছে বন আধিকারিক ও বন কর্মীদের কোয়ার্টার। সকলের নজর এড়িয়ে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, সে নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।