ফের শহরে অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে ভয়াবহ আগুন লাগে মল্লিক বাজার এর বহু পুরনো এক সিনেমা হলে। হঠাত্ দুপুরের দিকে সিনেমা হল থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মল্লিক বাজার পার্ক শো হাউজের ওপরের তলায় এই সিনেমা হল। সেখানেই ঘটে অগ্নিকাণ্ড। তবে কীভাবে এই আগুন ধরেছে তা এখনো পর্যন্ত জানা যায় নি। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল বাহিনী।
ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরনো এই সিনেমা হলটি। দমকল বাহিনী আসার আগেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে হলটি। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। দমকল কর্মীরা জানান, বহু পুরনো এই পার্ক শো হাউস এর আশেপাশে বসতি এবং দোকান-বাড়ি অনেক বেশি। যার কারণে ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন বেশি ছড়িয়ে যাওয়ার আতঙ্ক থাকে। এলাকাবাসীরা ওই একই আতঙ্কে আতঙ্কিত ছিলেন। দমকল বাহিনী এসে প্রথমে ওই সিনেমাহলের সামনে থাকা ছোট ঝুপরি গুলিকে ভেঙে দেন। কারণ সেখানে প্লাস্টিকের মতন অনেক দাহ্য পদার্থ ছিল। যার কারণে ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরে দমকলের ৬ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিযুক্ত হয়। স্থানীয়রা জানান, সিনেমাহলের প্রজেক্টর রুমের পাশেই আগুন লাগে। যা থেকে আগুন ছড়িয়ে যায় গোটা সিনেমা হলের মধ্যে।
করোনার পরিস্থিতির জন্য বহুদিন ধরেই বন্ধ রয়েছে সিনেমা হল। জানা গিয়েছে, সেখানে পাওয়ার সাপ্লাই বন্ধ ছিল। ফলে আগুন কেউ ইচ্ছা করে ধরিয়ে দিতে পারে বলেও অনুমান করছেন অনেকেই।
You must be logged in to post a comment.