সাত সকালে বোমা বর্ষণ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে। শুক্রবার সকালে তাঁর ভাটপাড়ার বাড়িতে বোমার সঙ্গে ইট-গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বোমার আঘাতে গুরুতর ভাবে আহত হয়েছেন বলে দাবি অর্জুনের। আপাতত বাড়িতেই আছেন তিনি। বিজেপি নেতার উপর এই রকম আকস্মিক হামলার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দলের মেঘনা মোড় এলাকায়।
শুক্রবার সকালে অর্জুন সিংয়ের মেঘনা মোড়ের বাড়ির মজদুর ভবনের বাইরে মোটরসাইকেলে করে আসে কয়েকজন দুষ্কৃতী। প্রাক্তন সংসদের বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি-ইট সঙ্গে বোমাও ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন অর্জুন। সেই বোমারই স্প্লিনটারের আঘাতে ঘায়েল হয়ে যান বিজেপি নেতা।
তাঁর অভিযোগ এই হামলা চালিয়েছে ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। অর্জুন আরও বলেছেন, হামলার সময় তাঁর প্রতিরক্ষা কর্মীদের উপর ২৫টির বেশি বোমা ছুড়েছে স্থানীয় ওই কাউন্সিলরের ছেলে সহ তাঁর ১৫ জন সঙ্গীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের জেট ক্যাটাগড়ির সিকিউরিটি প্রাপ্ত এই নেতার বাড়িতে ৩ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। সঙ্গে বেশ কয়েকটি বোমা ও ইটও ছোড়া হয়েছে।এদিন তাঁর উপর ফের এই প্রাণঘাতী হামলার জন্য নিজের প্রাক্তন দল তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন অর্জুন।