ভেঙে পড়ল বেঙ্গালুরুর নির্মীয়মান বহুতল। অভিযোগ, বেআইনি ভাবে গড়ে তোলা হচ্ছিল সাততলা ফ্ল্যাট, যেখানে অনুমতি ছিল চারতলা পর্যন্ত।
দুর্ঘটনায় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্মাণাধীন বহুতলটি বেআইনি। মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে ভেঙে পড়ে বহুতলটি। তলায় চাপা পড়েছেন অনেকে। ‘ডগ স্কোয়াড’ সহযোগে উদ্ধারকার্য চলছে।
ইতিমধ্যে পাঁচজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে এর দ্বিগুন এখনো আটকে রয়েছে ধ্বংসস্তূপের নিচে। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর হেন্নুর এলাকায় গড়ে উঠছিল ওই ইমারতটি। মঙ্গলবার দুপুরে আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মান সাততলা বহুতল। কার্যত কর্মরত শ্রমিকেরা চাপা পড়ে যান ধ্বংসস্তূপের নিচে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং উদ্ধারকারী দল। ঘটনায় গুরুতর আহত একাধিক।
স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, বহুতলটি চারতলা পর্যন্ত করার অনুমতি দিয়েছিল স্থানীয় প্রশাসন। তবে কিভাবে সেই অনুমতি না মেনে মালিক বাড়তি তিনতলা করছিল। আর একটি ফ্ল্যাট একদিনে তৈরি হয় না। অনেকদিন ধরেই কাজ চলছিল। তবে সেই বিষয়টি কেন সরকারের চোখ এড়িয়ে গেল? যদিও স্থানীয় প্রশাসনের বক্তব্য, তাঁরা বিষয়টি জানত না। উদ্ধারকার্য শেষ হলে ঘটনা খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে।