এবার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মারণ ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। কিছু উপসর্গ দেখা দেওয়ায় সম্প্রতি তাঁদের দু’জনের করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবারই রিপোর্ট পজিটিভ আসে। মীরাদেবীর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। মীরা ভট্টাচার্যের শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিলই। তাঁর অক্সিজেন স্যাচুরেশন নেমে গিয়েছে ৮৪-তে।
এরপরই তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুদ্ধদেববাবু দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও, চিকিৎসক এবং সিপিএম নেতৃত্ব তাঁকেও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। কিন্তু, বেশি রাত পর্যন্ত তেমন কোনও শারীরিক সমস্যা না হওয়ায়, হাসপাতালে ভর্তি হতে রাজি হননি তিনি।
দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে যাননি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও বাড়িতেই থেকেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে ভোট দিতে গিয়েছিলেন তাঁর স্ত্রী মীরা ও মেয়ে সুচেতনা। চলতি বছর সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশেও যাননি বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আগের দিন সভার সাফল্য কামনা করে পাঠিয়েছিলেন লিখিত বার্তা।