বিএসএফ জওয়ানদের একটি বাস গিরিখাদে পড়ে নিহত হলেন ৩ সেনা জওয়ান। গুরুতর আহত আরও ৬। জানা গিয়েছে, ওই বাসে সেনা সদস্যরা জম্মু ও কাশ্মীরের এক স্থান থেকে আর এক স্থানে যাচ্ছিলেন।
জানা গেছে, শুক্রবার মোট ৭ টি বাসে বিএসএফ জওয়ানরা কাশ্মীরের নির্বাচনের ডিউটির জন্য রওনা দেন। দুর্ঘটনাকবলিত ওই বাসে ৩৫ জন সদস্য ছিলেন। বাসটি রাস্তা থেকে ছিটকে ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়, যেখানে ৩ জন প্রাণ হারান এবং কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, আহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক।