Two BSF jawans were killed in a shootout between them. The incident took place at Bhatun village on the India-Bangladesh border.
বাংলাদেশ

ভারত–বাংলাদেশ সীমান্তে নিহত দুই জওয়ান

নিজেদের মধ্যে লড়াই করে নিহত হলেন দুই বিএসএফ জওয়ান। এক বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হল ব্যাটেলিয়নের অপর দুই জওয়ানের। এই ঘটনায় অবাক হয়ে গিয়েছে ওপারে প্রহরারত বিডিআর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারত–বাংলাদেশ সীমান্তের ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকায়। এটা উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত হলেও একেবারে সীমান্তবর্তী লাগোয়া গ্রাম। ফলে আচমকা গুলির শব্দ শুনে ছুটে আসে বিডিআর। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সম্পর্কের অবনতি দেখা দিয়েছিল উত্তম সূত্রধরের সঙ্গে মহিন্দর সিং ভাত্তি এবং অনুজ কুমারের। সেই টানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছিল যে, পরস্পরের মুখ দেখা–দেখি উঠে গিয়েছিল। এই পরিস্থিতিতে ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত–বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের মধ্যে গুলির লড়াই বেঁধে যায়। সহকর্মী জওয়ানদের উদ্দেশ্যে গুলি ছোঁড়েন অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর। ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্তব্যরত অপর দুই জওয়ান মহিন্দর সিং ভাত্তি ও অনুজ কুমারের। তারপরই কম্যান্ডারের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার আইসি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ৷ কেন ওই জওয়ান গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতি মুহূর্তে উত্তমকে অপদস্থ করত ওই দুই জওয়ান বলে সূত্রের খবর। সেই প্রতিহিংসার বশেই এই ঘটনা তিনি ঘটিয়েছেন বলে জানা যাচ্ছে।