Central representative team came to West Bengal for observing corona situation. The BSF driver of that team has been affected with corona virus.
রাজ্য

কেন্দ্রীয় দলের গাড়ির–চালকের করোনা

শেষ রক্ষা হল না। কেন্দ্রীয় দলের আসা। তারপর আটকে পড়া। পরে বৈঠক করা এবং তারপরে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগের রিপোর্ট পেশ করা। কিন্তু তারপরও শেষ রক্ষা করা গেল না। কলকাতায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের এসকর্ট গাড়ির বিএসএফ চালকের শরীরে মিলল করোনাভাইরাস। যদিও কেন্দ্রীয় দলের কেউ তাঁর সংস্পর্শে আসেননি বলেই বিএসএফের দাবি। বিএসএফের সদর দপ্তরে এক কর্মীরও কোভিড–১৯ পজিটিভ হওয়ায় হেডকোয়ার্টারের দুটি তলা সিল করা হয়েছে।
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে এসেছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। সেই দলেরই এসকর্ট গাড়ির বিএসএফ চালকের করোনা ধরা পড়েছে। ৩০ এপ্রিলই তাঁকে কর্তব্য থেকে সরিয়ে কোয়ারেনটিনে পাঠানো হয়েছিল। রবিবার তাঁর নমুনার রিপোর্ট পজিটিভ আসে। তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তার খোঁজ করা হচ্ছে। বিএসএফের দাবি, ওই চালক কোনও সদস্যের সংস্পর্শে আসেননি।
সোমবার বিএসএফের এক মুখপাত্র জানান, ৩ মে গভীর রাতে হেডকোয়ার্টারে কর্মরত বিএসএফের এক হেড কনস্টেবলের করোনা ধরা পড়েছে। ১ মে তিনি শেষবার অফিসে এসেছিলেন। তিনি তৃতীয় তলে কাজ করতেন। আগাম সতর্কতা নিতে একতলা ও দোতলা বন্ধ রাখা হয়েছে। ওই কর্মীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের সবাইকে কোয়ারেনটিনে পাঠানো হয়েছে।