লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর মঙ্গলবার মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে, ৪৪ বছর পরে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছে পারদ।
গতকাল দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ৪৪ বছর পরে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছিল পারদ। মঙ্গলবার তার থেকেও প্রায় ২ ডিগ্রি উঠে তৈরি হল এপ্রিলে তাপমাত্রার গরমের নতুন রেকর্ড।
কলকাতায় এদিন সকাল থেকেই ছিল গরমের দাপট, বেলা বাড়তেই গরম আরও বাড়তে থাকে। অস্বস্তিকর গরমে নাস্তানাবুদ মহানগরীর বাসিন্দারা। দুপুরের দিকে কলকাতায় কার্যত লু বইতে থাকে। খুব প্রয়োজন ছাড়া বহু মানুষ ঘরের বাইরে বের হননি। কিন্তু, কর্মের তাগিদে অনেকেই বাইরে বেরিয়েছেন। টাকফাটা রোদ্দুর আর গরম বাতাসে অসুস্থ হয়েছেন অনেকেই। এখন কবে নামবে স্বস্তির বৃষ্টি সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।