ভারতের বিভিন্ন জায়গায় ব্রিটেন ফেরত কুড়ি জনের শরীরে করোনার নতুন প্রজাতি পাওয়া গিয়েছে। তার জেরে ব্রিটেন থেকে ভারতে আসা বিমানের ওপরে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল ভারত। আগে ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা। এবার তা বাড়িয়ে ৭ জানুয়ারি পর্যন্ত করা হল। পরিস্থিতি দেখে আরও নিষেধাজ্ঞা বাড়তে পারে বলে খবর।
বুধবার কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করে জানান, ‘ব্রিটেনে যাওয়া এবং ব্রিটেন থেকে আসা বিমানের ওপরে যে সাময়িক নিষেধাজ্ঞা চলছে, সেটা ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল।’ এই নিষেধাজ্ঞা চলছে ২৩ ডিসেম্বর মধ্যরাত থেকে। গত ২১ ডিসেম্বর সকালে স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট মনিটারিং গ্রুপের বৈঠক এটা ঠিক হয়।
বিভিন্ন দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ তৈরি করে এখন আন্তর্জাতিক বিমান পরিষেবা চলছে। পুরোদস্তুর পরিষেবা এখনও চালু হয়নি। স্বাভাবিকের থেকে অনেক কম বিমান চলছে ভারত–ব্রিটেনের মধ্যে। আপাতত সেই পরিষেবাও বন্ধ থাকার মেয়াদ আরও বাড়ল। ব্রিটেনে জারি হয়েছে লকডাউন। সুতরাং সবমিলিয়ে পরিস্থিতি উদ্বেগের বলে মনে করা হচ্ছে।
ব্রিটেন ফেরত আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের নতুন প্রজাতির হদিশ মিলেছে। এখনও পর্যন্ত সংখ্যাটা বেড়ে হয়েছে ২০। সব রোগীকেই সংশ্লিষ্ট রাজ্য সরকার চিহ্নিত আলাদা আলাদা আইসোলেশন রুমে রাখা হয়েছে। আর পরিবারের সদস্যদেরও কোয়ারান্টাইন করা হয়েছে।
নতুন এই ১৪ জনের মধ্যে পশ্চিমবঙ্গেরও একজন বাসিন্দা রয়েছে। তাঁর ভাইরাসের প্রজাতির জেনোম সিকুয়েন্সিং হয়েছে কল্যাণীতে। তবে সব থেকে বেশি মানুষ নতুন প্রজাতির জন্য পজিটিভ হয়েছে দিল্লিতে (৯)। এর পর রয়েছে বেঙ্গালুরু (৭)। দু’ জন পজিটিভ হয়েছেন হায়দরাবাদে, একজন হয়েছেন পুনেতে।