খেলাধুলা দেশ ব্রেকিং নিউজ

কুস্তিগিরদের যৌন নিগ্রহ মামলায় অন্তর্বর্তী জামিন ব্রিজভূষণের

কুস্তিগিরদের যৌন নিগ্রহ মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন কর্তা ব্রিজভূষণ শরণ সিং।

মঙ্গলবার ব্রিজভূষণের পাশাপাশি জামিন পেয়েছেন বিনোদ তোমারও। দু’জনকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে দিল্লির এই আদালত।

কুস্তিগিরদের যৌন নিগ্রহ মামলায় ব্রিজভূষণ ও বিনোদ তোমারকে মঙ্গলবার ডেকে পাঠায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আদালতের নির্দেশ মতো এদিন দু’জনেই হাজিরা দেন। এরপর তাঁরা আদালতে জামিনের আবেদন জানান। বিচারপতি তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আগামী ২০ জুলাই উভয়ের নিয়মিত জামিনের শুনানির কথা রয়েছে। শুনানির পরবর্তী দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে থাকবেন তাঁরা।