খেলাধুলা দেশ লিড নিউজ

কংগ্রেসের টিকিটে প্রার্থী হতেই বিনেশ-বজরংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ব্রিজ ভূষণের

প্যারিস অলিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্স করার পরও ফাইনালে ওজন বাড়ার কারণে ছিটকে যেতে হয় বিনেশকে। তবে দেশে ফিরে বিজয়ীর সম্মানই পান তিনি। সৌজন্যে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুদা। জল্পনা চলছিল তখন থেকেই যে, কংগ্রেসে যোগ দিতে পারেন বিনেশ। অবশেষে সেই জল্পনার অবসান ঘটে।

প্যারিস অলিম্পিক্স থেকে ফিরেই কংগ্রেসে যোগ দেন কুস্তিবিদ বিনেশ ফোগট ও বজরং পুনিয়া। দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সঙ্গেও সাক্ষাৎ করেন দু’জনে। শনিবার আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে হাত শিবির সেখানে নাম রয়েছে বিনেশের। কংগ্রেসের টিকিটে প্রার্থী হতেই দেশের কৃতি কুস্তিবিদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ ও সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। প্রতারণা করে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলে বিনেশকে আক্রমণ করলেন তিনি।

একজন খেলোয়াড় কীকরে একদিনে দুটি বিভাগে ট্রায়াল দিতে পারেন? ওজন মাপার পর প্রায় পাঁচঘণ্টা সেই ট্রায়াল বন্ধ রাখা যায়? বিনেশের উদ্দ্যেশ্যে প্রশ্ন তুলেছেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান। তিনি আরও বলেন, “আপনি প্রতারণা করে প্যারিসে পৌঁছেছিলেন। কিন্তু আপনি জিততে পারেননি। কারণ, ঈশ্বর আপনাকে শাস্তি দিয়েছে।”

একই সঙ্গে বিনেশের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রিজ ভূষণ। তিনি জানিয়েছেন, “অলিম্পিক্সে অংশগ্রহণ করার যোগ্যতাই বিনেশের ছিল না। ট্রায়ালে হেরে যাওয়া প্রতিযোগীর জায়গা তিনি দখল করেন। তাই যা ঘটেছে ঠিকই ঘটেছে। ওঁর এটাই প্রাপ্য।”

প্রসঙ্গত, মহিলা কুস্তিগিরদের একাংশ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার মারাত্মক অভিযোগ তুলেছিলেন। যে প্রতিবাদের প্রধান মুখ ছিলেন বিনেশ ফোগট, বজরং পুনিয়য়া ও সাক্ষী মালিক। দিল্লির যন্তরমন্তরে দীর্ঘদিন ধর্নায় বসেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতে কুস্তি সংস্থার প্রধানের পদ থেকে ব্রিজ ভূষণকে অপসারণ করা হয়।