বিনোদন ব্রেকিং নিউজ

পর্দায় আসছে দম ফাটানো কমেডি ‘ভাগম ভাগ- ২’

ফের পর্দায় ফিরতে চলেছে বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ছবি। ‘ভাগম ভাগ’ মুক্তির ১৮ বছর পর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ভাগম ভাগ-২’-এর ঘোষণা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। ২০০৬ সালে প্রিয়দর্শন পরিচালিত এই ছবি ছিল সুপারহিট। ‘ভাগম ভাগ’ কমেডি জেনারের একটি মাইলস্টোন হিসেবে বিবেচিত। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, গোবিন্দা, এবং পরেশ রাওয়াল।

সম্প্রতি, সিক্যুয়েলের স্বত্ব অধিগ্রহণ করেছেন রোরিং রিভার প্রোডাকশনের সরিতা অশ্বিন ভার্দে। তিনি জানিয়েছেন, “‘ভাগম ভাগ’-এর মতো একটি স্পেশাল ছবির সিক্যুয়েল হওয়া উচিত যথেষ্ট স্পেশাল। আমরা সঠিক সময়ে উপযুক্ত পরিকল্পনা করে কাজ শুরু করেছি।”

শেমারু এন্টারটেনমেন্টের সিইও হিরেন গাদা বলেছেন, “আমরা এমন একটি টিম তৈরি করছি, যারা প্রথম ছবিটির থেকেও ভালো বিনোদন দিতে পারবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য , সরিতার স্বামী অশ্বিন ভার্দে ‘বস’, ‘মুবারকান’, ‘কবির সিং’, এবং ‘ওএমজি-২’-এর মতো জনপ্রিয় ছবির প্রযোজক ছিলেন। সরিতা তাঁর সঙ্গে ক্রিয়েটিভ সহযোগী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুটিং ফ্লোরে যেতে চলেছে ‘ভাগম ভাগ-২’। যদিও অভিনয়শিল্পীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি, তবে অক্ষয় কুমার ও গোবিন্দার প্রত্যাবর্তনের প্রত্যাশায় উচ্ছ্বসিত দর্শকরা।