দেশ ব্রেকিং নিউজ

পদ্ম শিবিরে ভাঙন: বিজেপি ছাড়ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর

বিজেপিতে ভাঙন। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিজেপি ছাড়ছেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে ইতিমধ্যেই জেপি নাড্ডাকে চিঠিও দিয়েছেন গম্ভীর। শনিবার সকালে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন। আগামী দিনে তিনি ক্রিকেটেই মন দিতে চান। সেই কারণেই তার রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ট্যাগ করে নিজের এক্স হ্যান্ডেলে গৌতম গম্ভীর লেখেন, ‘আমি দলের সভাপতি জেপি নাড্ডাজিকে অনুরোধ করছি আমায় সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিন, যাতে আমি এবার ক্রিকেটে মন দিতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনেক ধন্যবাদ মানুষের সেবা করতে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।’ যদিও গম্ভীরের রাজনীতির ইনিংস ছেড়ে দেওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্লেষক মহলে।