খেলাধুলা ব্রেকিং নিউজ

কলকাতায় ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো

কলকাতায় পা রাখলেন ফুটবল ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো। পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে শহরে এলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি। রবিবার রাত ৯ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। তাঁর পরনে ছিল কালো রঙের পোশাক। চোখে কালো ফ্রেমের চশমা। মাথায় কালো টুপি। গলায় উত্তরীয়। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। উৎসবের মধ্যেও রোনাল্ডিনহোকে বরণ করার জন্য বিমানবন্দর চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্রাজিলের পতাকা হাতে হাজির হয়েছিলেন কলকাতার ফুটবল প্রেমীরা।

জানা গিয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি বাইপাসের ধারের একটি পাঁচ তারা হোটেলে পৌঁছন তিনি। আগামী তিন দিন শহরে একাধিক কর্মসূচি রয়েছে রোনাল্ডিনহোর। সোমবার সকালে ওই হোটেলের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে যাবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এছাড়াও আহিরিটোলা-সহ একাধিক পুজোয় সামিল হতে চলেছেন তিনি।

ইতিপূর্বে ভারতে আসলেও, এই প্রথম কলকাতায় পা রাখলেন ফুটবলের ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন তিনি। মুখ্যমন্ত্রীকে ব্রাজিলের একটি জার্সি উপহার দেবেন ডিনহো। একটি প্রদর্শনী ম্যাচেও উপস্থিত হওয়ার কথা রয়েছে তাঁর। তবে ওই ম্যাচে সামান্য সময়ের জন্য বল পায়ে ম্যাজিক দেখাতে পারেন বলেও খবর।