মর্মান্তিক বললেও কম বলা হবে। যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হলেন ২৩ জন। রবিবার ব্রাজিলের আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। খবর, সংবাদ সংস্থা এএফপি সূত্রে।
জানা গেছে, পার্বত্য অঞ্চলে রাস্তা থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানান উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক মহিলা।
সূত্রের খবর, বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকে আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। এই হতাহতের ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।
You must be logged in to post a comment.