সোশ্যাল মিডিয়ায় তারকাদের অশালীন আক্রমণের ঘটনা নতুন কিছু নয়। সাহসী ফটোশুটের কারণে ফের আবার অশালীন আক্রমণের মুখে পড়তে হল বসিরহাটের সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানকে। যদিও এই সাহসী ফটোশুটের ছবিগুলি নুসরত নিজে পোস্ট করেননি, তার ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়েছে। ফটোশুটের ছবিতে আকাশি রঙের ডিজাইনার লং স্কার্ট ও হলুদ জ্যাকেটে নুসরতকে দেখা যাচ্ছে।
খোলামেলা ফটোশুটের এই ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই সাংসদ অভিনেত্রীকে নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়তে হয়। তবে বহু অনুরাগী রয়েছেন, যারা নুসরতে মুগ্ধ। তাদেরকে এমন সাহসী ছবির নিচে কমেন্ট বক্সে প্রশংসা করতেও দেখা গিয়েছে। সাংসদ, অভিনেত্রী নুসরত অবশ্য কোনওদিনই ট্রোলকে পাত্তা দেওয়ার পক্ষপাতী নন। তিনি এধরনের আক্রমণের কোনও জবাবই দেননি।
প্রসঙ্গত, মাস খানেক আগেই নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ভাঙন ও যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণেও নুসরত জাহানকে সমালোচিত হতে হয়েছিল। তবে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখারই পক্ষপাতী নুসরত। আপাতত অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে ব্যস্ত রয়েছেন।