মুক্তি পেল রণবীর-আলিয়া অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার। মুক্তি পাওয়ার পরই তা দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা যাচ্ছে, সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে এই ছবি। তারই মধ্যে ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে রণবীরের জন্যই ছবিটি তৈরি করতে দেরি হয়েছে, এমনটাই জানান ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। একটু আধটু নয়। ২০১৪ তে প্রথম ব্রহ্মাস্ত্র বানানোর কথা ভাবা শুরু করেন তিনি। ছবির শুটিং শুরু হয় ২০১৭ তে। শেষমেশ ২০২২ এ মুক্তি পাচ্ছে ছবিটি।
‘ব্রহ্মাস্ত্র’র শুটিং হয়েছে বেনারস থেকে বুলগেরিয়াতেও। ছবির সেটেই রণবীর-আলিয়ার অফস্ক্রিন রসায়ন জমেছে, প্রেম হয়েছে, সম্প্রতি বিয়েও করেছেন তাঁরা। ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতাও রয়েছে তাঁর মধ্যে। আগুনে পোড়ে না তার শরীর। আর এখানেই লুকিয়ে রয়েছে ছবির আসল গল্প কথা।