আশা জাগিয়েও অবশেষে থামলেন সেমিফাইনালে। বিশ্ব চ্যাম্পিয়নের কাছেই হেরে অলিম্পিকে সোনা বা রুপো জয়ের আশায় জলাঞ্জলি হল অসমীয়া কন্যার। তবে মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগে ব্রোঞ্জ পদক নিশ্চিত ভারতের লভলিনা বড়গোহাঁইয়ের। ফলে ভারতের ঝুলিতে তিন নম্বর পদক এল বুধবার সকালে।
এদিন মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হলেন ভারতীয় বক্সার লাভলিনা। এদিন তিনটি রাউন্ডেই তুরস্কের বক্সারের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি লভলিনা। ফলে পাঁচ বিচারকের একতরফা রায়ে রুপো হাতছাড়া হল ভারতীয় বক্সারের।
You must be logged in to post a comment.