দেশ ব্রেকিং নিউজ

কেন্দ্রে সরকার গড়তে মরিয়া দুই শিবিরই! আজ পৃথক রুদ্ধদ্বার বৈঠকে ‘এনডিএ’ ও ‘ইন্ডিয়া’ জোট

বুধবার রুদ্ধদ্বার বৈঠক করবে NDA ও INDIA জোট। আজ, বিকেল চারটে নাগাদ বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA)। এদিনই হিসাব হবে কে সরকার গড়বে? কে সরকার ভাঙবে। তবে, INDIA জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গড়া নিয়ে সংশয় তৈরি হয়েছে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে। তাঁরা যদি জোট বদলান, তবে সরকার গড়ে ফেলতে পারে ইন্ডিয়া জোটও।

এই পরিস্থিতিতে বুধবার দেশের রাজনৈতিক মহলের নজর থাকবে হাইভোল্টেজ এই জোড়া বৈঠকের দিকেই। INDIA জোটের বৈঠকে উপস্থিত থাকার জন্য মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই ফোন করেছেন চিরাগ পাসোয়ান, নীতিশ কুমার, নবীন পট্টনায়েককে। ইন্ডিয়া জোটের নেতারা ইতিমধ্যেই এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডু, একনাথ শিল্ডের সঙ্গেও যোগাযোগ করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ডেপুটি প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবও দিয়েছে ইন্ডিয়া জোট। তবে, ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দিতে যাবেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে, আজ, বিকেল চারটেয় বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA) জোটের নেতারা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার বাসভবনে বসবে এই বিশেষ বৈঠক। আজই এনডিএ বৈঠকে মোদির হাতে লেটার অব সাপোর্ট তুলে দিতে চলেছেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু।