উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত উত্তরোত্তর বাড়ছে। শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়ে আর কোনও অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না রাজপাল সিভি আনন্দ বোস। সেইসঙ্গে এও বলা হয়েছে, রাজ্যপাল যে ১২টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন তাঁরা কোনও সুযোগ সুবিধা পাবেন না! রাজ্যপালের নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে।
এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা বিচারাধীন। তারমধ্যে কীভাবে ১২ জনকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করলেন রাজ্যপাল? আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যপালকে এই প্রশ্নের জবাব রিপোর্ট আকারে সুপ্রিম কোর্টে জানাতে হবে।
রাজ্যপাল উপাচার্য নিয়োগ নিয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন, এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য। শিক্ষা দফতরের অভিযোগ, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই রাজ্যপাল একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে চলেছেন। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের কোনও কথাই শুনছেন না আনন্দ বোস। তারপর এদিন উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।