আন্তর্জাতিক

ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এপ্রিল মাসের শেষেই ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল তাঁর। কিন্তু সে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ২৬ জানুয়ারি দিল্লির লালকেল্লায় দেখা যায়নি বরিসকে। তবে এবার প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, এপ্রিল মাসের শেষেই ভারতে আসছেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল হওয়ার পর জানিয়েছিলেন, জুন মাসের জি–৭ সামিটের আগেই ভারতে আসবেন তিনি। সে দেশের প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্ব রাজনীতির বৃহৎ অংশ হয়ে উঠেছে। তাই এই সফরে আগামীর জন্য নীতি নির্ধারণ করবেন বরিস জনসন।
জুন মাসে ব্রিটেনে অনুষ্ঠিত হবে জি৭ সামিট। সেই বৈঠকে অতিথি হিসাবে ডাক পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের একাধিক দেশ সামিল হবে এই সামিটে। মহামারী, জলবায়ু সমস্যা ও বিনা শুল্কে ব্যবসা সম্পর্কে আলোচনা হবে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকার মধ্যে। বিবৃতিতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–সহ অন্যান্য রাষ্ট্রনায়কদের কাছ থেকে করোনা পরবর্তী সময়ে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সে বিষয়ে পরামর্শ নেওয়া হবে। আমন্ত্রণের বিবৃতিতে ভারতকে ‘ফার্মাসি অব দ্য ওয়ার্ল্ডের’ তকমা দিয়েছিলেন বরিস।