কড়া লকডাউনের পর কিছুটা ছন্দে ফিরেছিল ব্রিটেন। মানুষ করোনা সংক্রমণের ভয়কে পাশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছিলেন। কিন্তু স্বস্তি মিলল না। কারণ ব্রিটেনে দ্বিতীয় দফায় থাবা বসানো শুরু করেছে মারণ ভাইরাস। সুতরাং ফের লকডাউনের পথে হাঁটতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই তিনি মানুষকে ফের একবার ওয়ার্ক ফ্রম হোমে ফিরে যেতে বলবেন এবং পাব, বার এবং রেস্তোরাঁর উপরেও জারি করবেন নতুন নিষেধাজ্ঞা বলে সূত্রের খবর।
এদিন ডাউনিং স্ট্রিট দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা আছে, বরিস জনসন জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে বলবেন, ‘এই পরিস্থিতি মোটেই সহজ হবে না। কিন্তু দেশে ফের একবার করোনার প্রকোপ আটকানোর জন্যে কড়া পদক্ষেপ করতেই হবে।’
উল্লেখ্য, দেশের সিনিয়র চিকিত্সকরা সতর্কতা জারি করে বলেছেন, এখনই যদি সঠিক পদক্ষেপ করা না হয়, তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দ্রুত বেড়ে যাবে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতি আটদিনে সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাই পরিস্থিতি বিচার করে ফের ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতেই ফিরে যাওয়ার পরামর্শ দেবেন জনসন সাধারণ মানুষকে।