২০২১ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রতি বছরই বিশেষ প্রধান অতিথি নির্বাচন করা হয়। মঙ্গলবার জনসন ভারতের আমন্ত্রণ গ্রহণ করলেন। ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ করা হয়েছে। তবে অনেকে বলছেন, দেশবাসীকে চমক দিতেই নরেন্দ্র মোদী এই পদক্ষেপ করেছেন।
ভারতের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে জনসন বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। খুব খুশি হয়েছি এই আমন্ত্রণ পেয়ে। আমি অবশ্যই যাবো।’ গত বছর তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এটাই তাঁর প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর হতে চলেছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বছরের শুরুতেই ভারত সফরের সুযোগ মিলে যাওয়ায় অত্যন্ত আনন্দিত তিনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমি যে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্জনের প্রতিশ্রুতি রেখেছি, তা আরও কয়েক কদম এগিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছি।’
উল্লেখ্য, জনসনই ব্রিটেনের দ্বিতীয় কোনও রাষ্ট্রনেতা, যিনি স্বাধীন ভারতের সাধারণতন্ত্র দিবসে অংশ নিচ্ছেন। ২০২০ সালে প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো।
