করোনা সংক্রমণ ছড়ানোর পর থেকেই কেন্দ্র–রাজ্য সংঘাত শুরু হয়েছে। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় দল পাঠানোয় মোদী সরকার ও মমতা সরকারের মধ্যে প্রবল মতপার্থক্য দেখা দিতে শুরু করেছে। এবার সেই বিরোধী মনোভাবই তুঙ্গে উঠল বাংলাদেশ সীমান্তে ট্রাক চলাচল ইস্যুতে।
বুধবার রাজ্যকে প্রশ্ন করে কেন্দ্র। ভারত–বাংলাদেশ সীমান্তে অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাকগুলিকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না? ট্রাকে রাখা অত্যাবশ্যকীয় পণ্য বাংলাদেশে না পৌঁছলে তা আন্তর্জাতিক স্তরে যে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তা মমতার প্রশাসনকে জানিয়েছে কেন্দ্র। এদিকে সীমান্ত পারাপারে করোনার ঝুঁকি রয়েছে বলেই এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর।
বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলি যদি বাংলাদেশে যেতে না দেওয়া হয়, তাহলে তা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘন করা হবে বলেও বাংলাকে কড়া ভাষায় জানিয়েছে কেন্দ্র। এছাড়া ট্রাক চলাচল ইস্যুতে কেন্দ্রের বারবার নির্দেশ সত্ত্বেও তা মমতা সরকার কেন অমান্য করছে তা নিয়ে প্রশ্ন করেছে কেন্দ্র।
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহাকে দেওয়া এক চিঠিতে কেন্দ্রীয় সচিব অজয় ভল্লা জানান, ভারত–বাংলাদেশ, ভারত–নেপাল, ভারত–ভূটান সীমান্তের সমস্ত ট্রাক যেন পশ্চিমবঙ্গ ছেড়ে দেয়। এই ট্রাক চলাচল আটকে থাকায় অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে প্রবল সমস্যা দেখা দিয়েছে।