বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার চলতি অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। পাশাপাশি সবচেয়ে বেশি বয়সি টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের একনম্বর স্থানটি দখল করলেন ভারতীয় টেনিসের এই কিংবদন্তী। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে র্যাঙ্কিং প্রকাশিত হয়নি। পরের সপ্তাহে তা প্রকাশিত হবে। সেই তালিকায় ডাবলসে বিশ্বসেরার সিংহাসন দখল করে এক নম্বর খেলোয়াড় হয়ে যাবেন বোপান্না।
অস্ট্রেলিয়ান ওপেনে মেলবোর্নের মার্গারেট কোর্ট অ্যারেনাতে নয়া ইতিহাস রচলেন ৪৩ বছরের ভারতীয় টেনিস তারকা। অস্ট্রেলিয়ার ম্যাথিউ এডবেনকে সঙ্গী করে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে জয় পেলেন তিনি। বোপান্না-এবডেন জুটি হারিয়ে দিলেন আর্জেন্টিনার ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মোলতেনি জুটিকে। খেলার ফল ইন্দো-অজি জুটির পক্ষে ৭-৬, ৬-৪। সেমি ফাইনালে তাঁরা মখোমুখি হবেন অবাছাই টমাস মাচাচ এবং ঝিঝেন ঝাংয়ের।