টানা দু’বছর জনসাধারণের জীবনকে চরম প্রভাবিত করেছে মারন করোনা ভাইরাস। মানুষের মধ্যে অসচেতনতা বাড়তেই ফের করোনার সংক্রমণও মাথাচাড়া দিয়ে উঠেছে। আবার, বাড়তে শুরু করেছে রাজ্যের করোনার গ্রাফ। টিকাকরণে প্রথম এবং দ্বিতীয় ডোজ দিয়ে সাফল্য মিলেছে। কিন্তু জনসাধারণ প্রিকশন কিংবা বুস্টারডোজ নিয়ে অতটা চিন্তিত নন, অনীহা দেখতে পাওয়া গিয়েছে তাদের মধ্যে। তাই এবার বুস্টার টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্ৰ।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর কয়েকদিন পূর্বেই জানিয়ে দিয়েছেন যে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে টিকাকরণের বিশেষ কর্মসূচি শুরু করছে কেন্দ্র।এবার বুস্টার টিকাকরণ চলবে আগামী ৭৫ দিনের জন্য। আর এই ৭৫ দিনে ১৮ বছরের উর্ধ্বে যারা রয়েছে সকলেই বিনামূল্যে টিকা নিতে পারবেন। কলকাতা পুরসভার অন্তর্গত সব কটি স্বাস্থ্যকেন্দ্র থেকেই এই বুস্টার ডোজ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
করোনার সমস্ত টিকাকরণ সম্পূর্ণ হওয়ার প্রায় ছয় মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যেত। এখনও সেই নিয়মই বহাল থাকবে। উল্লেখ্য, করোনা সংক্রমণ একেবারে কমার কোন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। যার কারণে এর নতুন নতুন ভ্যারিয়েন্ট থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে বুস্টার ডোজ অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি করোনা বিধিনিষেধ নিয়ে একেবারেই অসাবধানতা উচিত নয়। একমাত্র তাহলেই সংক্রমণকে আটকানো যাবে। আর এই বিষয়কে মাথায় রেখেই এবার বিনামূল্যে বুস্টার ডোজের ব্যবস্থা করা হয়েছে ।