দল ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। আজ ট্যুইট করে তিনি জানিয়েছেন, আজ থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হল, কারণ হিসেবে জানিয়েছেন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বঙ্গ বিজেপি, বাংলার মানুষের প্রতি এবং টলিউড ইন্ড্রাস্ট্রির প্রতি। আর সেই কারণেই এই রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখতে চান না তিনি।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি,তাঁর প্রেমিকা কৌশানি যোগদান করেন তৃণমূলে, জয় না এলেও, কৌশানী তৃণমূলের টিকিটে ভোটও লড়েন।
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দলবদলের এবং রাজনৈতিক দলে যোগদানের একপ্রকার হিড়িক পড়ে গিয়েছিল। তৃণমূলের নেতারা যেমন একদিকে দলত্যাগ করছিলেন, ঠিক তেমনই অন্যদিকে একাধিক অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক দলে যোগ দিচ্ছিলেন। বনি কৌশানীর রাজনৈতিক দলে যোগদানের সময় একসঙ্গে বহু তারকা রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে অনেকেই দল থেকে বেরিয়ে যান আবার অনেকে এখনও দলের সঙ্গেই কাজ করে যাচ্ছেন। কেউ কেউ ইতিমধ্যে দলত্যাগ করে অন্য দলে যোগ দিয়ে দিয়েছেন। এবার দলত্যাগ এর তালিকায় নাম লেখালেন বনি। তবে কি এবার শাসক দলে নাম লেখাতে পারেন বনি? কৌতুহলও তৈরি হয়েছে তার অনুরাগীদের।
উল্লেখ্য, গত জুলাই মাসে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। আবার নতুন বছরের শুরুতেই বিজেপি ছাড়েন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।