নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল ইডি। শুক্রবার ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে খবর।
নিয়োগ দুর্নীতিতে যোগ ধরা পড়ল টলিপাড়ার। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে অভিনেতা বনি সেনগুপ্ত । কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে । সেই তথ্য যাচাইয়ের জন্য অভিনেতা বনি সেনগুপ্তকে কাল সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ। শ্যুটিংয়ে ব্যস্ত, তবে ইডি-র তরফে তাঁকে ফোন করা হয়েছিল, জানিয়েছেন অভিনেতা।
ইডি সূত্রে খবর, কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বনির সংযোগ উঠে আসে। দেখা যায়, কুন্তলের কাছ থেকে টাকা গিয়েছিল বনির অ্যাকাউন্টে। মোটা টাকার লেনদেন হয়েছিল তাঁদের মধ্যে। সেই তথ্যকে সামেন রেখেই বনিকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীকে। শুক্রবার সেই মতো ডেকে পাঠানো হয়েছে তাঁকে। শুক্রবার বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছতে হবে তাঁকে। তবে বনি হাজিরা দেবেন কিনা, তা জানা যায়নি। এই মুহূর্তে শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেন বনি। পরে যদিও সেই সম্পর্ক ছিন্ন করেন তিনি। তারপর তাকে তৃণমূলের প্রচারে দেখা গিয়েছে।