জেলা ব্রেকিং নিউজ

Bongaon News: বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের, ভোগান্তিতে নিত্য যাত্রীরা

২১ শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে বাস পাঠানোর জেরে বসিয়ে দেওয়া হয়েছে একটি বাস এমনটাই অভিযোগ এনে বাস চলাচল বন্ধ রেখে প্রশাসনের দ্বারস্থ হল বাস শ্রমিক সংগঠনের কর্মীরা। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

গত একুশে জুলাই উত্তর ২৪ পরগনার বনগাঁ ৯২ এ বাস সংগঠনের একটি বাস ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সভায় যোগদানের জন্য তৃণমূল কর্মীদের নিয়ে গিয়েছিল। 92 এ বাস শ্রমিকদের অভিযোগ একুশে জুলাইয়ে বাস পাঠানোর জেরে একটি বাস বসিয়ে দিয়েছে বাস মালিক সমিতি। বাস বসিয়ে দেওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন সাত-আটজন বাস শ্রমিক। তাদের রুটি রুজি বাস এর উপরই নির্ভর করে। তাই স্বাভাবিকভাবেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় রুটি রুজি বন্ধ হয়ে গিয়েছে তাদের।

অবিলম্বে বসিয়ে দেওয়া বাসটি যাতে পুনরায় চলতে দেওয়া হয় সেই দাবি নিয়ে প্রশাসন ও দলীয় নেতৃত্বের দ্বারস্ত হলেন বাস শ্রমিক সংগঠনের শ্রমিকরা। এদিন তারা বনগাঁ বাগদা রোডে বাস পরিষেবা বন্ধ রেখে মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনালে বিক্ষোভ দেখান। তারপর বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ এবং এআরটিওর কাছে একটি স্মারকলিপীয় জমা দেন তারা।

বাস মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করা হয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, একুশে জুলাই নয়, কুড়ি জুলাই সারাদিন ওই বাসটি রুটে চললেও শেষ টিপে বাসটি না যাওয়ায় একদিনের জন্য বাসটিকে সাসপেন্ড করা হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ বলেন, “বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, চাইব প্রশাসনের সাথে কথা বলে সমস্যার দ্রুত সমাধান হোক। বাস মালিক সমিতির পক্ষ থেকে একটি বাসের রুটে চলাচল বন্ধ করা হয়েছে, এই অভিযোগ আমার কাছে এসেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”