কোনরকম টোকেন দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে চাঁদা তোলা যাবেনা; বনগাঁয় বার্তা দিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্কুল খোলার প্রথম দিনে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সোমবার উত্তর 24 পরগনা বনগাঁয় তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির জেলা কার্যালয় উদ্বোধনে আসেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বাবু বলেন, কোনরকম মিটিং-মিছিলের নামের টোকেন দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না। পাশাপাশি দলের গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে তিনি বার্তা দেন, কোন অসংগঠিত শ্রমিক বা শ্রমিক সংগঠনের জেলা কমিটির অনুমোদন না থাকলে রাজ্য কমিটি অনুমোদন দেবে না।
অন্যদিকে রাজ্যের স্কুল খোলার প্রথম দিনে বনগাঁয় মাইক বাজিয়ে সভা করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দাবি করেন, বাটার মোড়ে স্কুল হওয়ায় সমস্যা হয়। আজ ও সমস্যা হচ্ছিল। সেই কারণে নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলে এই এলাকার মাইক বন্ধ করে দেওয়া হয়।
যদিও এবিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল দাবি করেন, ”স্কুল চলাকালীন এমনভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান করার ফলে সমস্যায় পড়েছে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই।”
যদিও স্কুল খোলার প্রথম দিন মাইক বাজানো প্রসঙ্গে জেলা আইএনটিটিইউসি নেতা নারায়ন ঘোষ দাবি করেন, ”স্কুল চলাকালীন ওই এলাকার মাইক বন্ধ করে রাখা হয়েছিল। বিরোধীরা বিরোধিতা করার জন্যই এই অভিযোগ তুলছে।”