বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে আটক হওয়া দুই দুস্কৃতীর কাছ থেকে অস্ত্র উদ্ধার কান্ডে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরও এক দুস্কৃতীকে গ্রেফতার করলো বনগাঁ থানার পুলিশ।
বনগাঁ হাসপাতাল চত্বরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে দুই দুস্কৃতিকে আটক করে বি এস এফের ১২৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। পরে দু’জনকেই তুলে দেওয়া হয় বনগাঁ থানার পুলিশের হাতে। তল্লাশি চালিয়ে এঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতরা হল অমিতাভ মিত্র এবং জামাল উদ্দিন মন্ডল। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, দুটো ম্যাগাজিন, একটি দেশি বন্দুক, একটি স্কুটি সহ ২৬ হাজার ৮০০ ভারতীয় টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের স্কুটিটাও বাজেয়াপ্ত করেছে। শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ধৃতদের পুলিশ জেরা করে শাহাজুল ওরফে সোনা মন্ডল নামে অপর এক চক্রীর কথা জানতে পারে। অভিযুক্ত সোনা মন্ডলকে বনগাঁ থানার পুলিশ গতকাল রাতে পেট্রাপোল থানা এলাকার পেট্রাপোল থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধেও অস্ত্র আইনে মামলা রুজু করেছে বনগাঁ থানার পুলিশ। অভিযুক্ত সোনা মন্ডলকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।