জেলা লিড নিউজ

Bongaon By-Election: বনগাঁয় সবুজ ঝড়, পৌর-উপনির্বাচনে জয়ী তৃণমূল

বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পৌর-উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা। তার প্রাপ্ত ভোট ২৮৪২। অপরদিকে বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল পেয়েছেন ৭২৪ ভোট। সিপিএম প্রার্থী ধৃতিমান পালের প্রাপ্ত ভোট ৩৩২ এবং কংগ্রেসের প্রভাষ পালের প্রাপ্ত ভোট ৫২।

তৃণমূল প্রার্থীর জয়ের খবর প্রকাশ্যে আসতেই গণনা কেন্দ্রের বাইরে উচ্ছ্বাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা। শুরু হয় সবুজ আবির খেলা ও মিষ্টিমুখ।

গত রবিবার, ২১ আগস্ট এই ওয়ার্ডে উপ-নির্বাচন হয়। উপ-নির্বাচনের দিন দফায় দফায় শাসক-বিরোধী সংঘর্ষ, পথ অবরোধ এবং সবশেষে বিরোধীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানো সব সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁর রাজনীতির আবহ।

ভোটের নামে প্রহসন হয়েছে বলেই দাবি করেন বিজেপি নেতা রামপদ দাস। এর প্রতিবাদে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোটের নামে সন্ত্রাস ও প্রহসন হয়েছে বলে দাবি বামপ্রার্থী ধৃতিমান পালের।

যদিও তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, “এ জয় মা মাটি মানুষের জয়। এই জয় প্রমাণ করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন এবং বিরোধীদের কুৎসা, অপপ্রচারের বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্ত রায় দিয়েছেন এই ফলাফল সেটাই প্রমাণ করে।”