তিন দফা ভোট মিটে গিয়েছে। রাত পোহালেই চতুর্থ দফার ভোট। এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক জায়গা থেকে আসছে রাজনৈতিক সংঘর্ষের খবর। এবার বোমায় হাত উড়ে গেল ১৭ বছরের এক তরুণের। উত্তর ২৪ পরগণার হাড়োয়ার ঘটনা। তৃণমূল কংগ্রেস কর্মীরা বোমা মেরেছে বলে অভিযোগ আক্রান্তের পরিবারের সদস্যদের।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটে হাড়োয়ায়। আক্রান্ত ১৭ বছরের তরুণের নাম রবিউল ইসলাম। বোমার আঘাতে তার ডান হাত উড়ে গিয়েছে বলে খবর। আক্রান্ত অবস্থায় তাকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। আক্রান্ত ওই তরুণ বিজেপি কর্মীর পরিবারের ছেলে বলে খবর।
আক্রান্ত তরুণের মা সাহিদা বিবি জানান, কলকাতা থেকে কাজ সেরে রাতে বাড়ি ফেরেন ছেলে রবিউল। ভোরের দিকে সে তখন বিশ্রাম নিচ্ছিল, তখন কেউ বা কারা তাকে লক্ষ্য করে বোমা মারে। তার কাকা নজরুল ইসলাম বিজেপি কর্মী বলে দাবি করেছেন। তিনি এই ঘটনায় অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নজরুল ইসলাম জানান, আসলে টার্গেট করা হয়েছিল তাঁকে। কিন্তু ভুল করেই বোমা মারা হয় তাঁর ভাইপোকে। একসময়ের তৃণমূল করা নজরুল ইসলাম বর্তমানে বিজেপি কর্মী। তাই এলাকার তৃণমূল কর্মীদের তার উপর রাগ আছে বলে উল্লেখ করেন ওই ব্যক্তি।
যদিও এই ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ হাফিজ আহমেদ বলেন, ‘এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। নিজেই বোমা মারতে গিয়ে সেই বোমা ফেটে হাত পুড়ে গিয়েছে বলে দাবি এই নেতার। তৃণমূলের আদর্শ এটা নয়। তৃণমূল প্রত্যেককে ভালবেসে ধরে রাখতে চায়।’
