কলকাতা–সহ মোট চার জেলার ৩৫টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের মতো স্পর্শকাতর জায়গায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে বেশি নজর রয়েছে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে। এই দফায় নিরাপত্তায় মোতায়েন মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অষ্টম দফায় ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত নানুর। বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়িতে ভাঙচুরের অভিযোগ। আক্রান্ত প্রার্থী নিজেও। শীতলকুচিতে পুনর্নির্বাচনের দিনও উত্তেজনা। তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে পুলিশের বচসা।
জোড়াসাঁকোয় আক্রান্ত বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। মুক্তারামবাবু স্ট্রিটে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বোমাবাজি রবীন্দ্র সরণিতে। বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে সরাসরি বোমা ছোঁড়ার অভিযোগ। ভোটের সকালে খাস কলকাতায় বোমাবাজি, মহাজাতি সদনের সামনে ২টি বোমা ফেটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা, এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলে বাড়তি পুলিশ।
শীতলকুচিতে বুথের ২০০ মিটারের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে পড়লেন বিজেপি প্রার্থী! বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের। ভোটপর্বে নানুরের বিভিন্ন জায়গায় অশান্তি। সিঙ্গি গ্রামে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘিদহ গ্রামে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা। নির্বিঘ্নে পুনর্নির্বাচন শুরু কোচবিহারের শীতলকুচির ১২৬ নং বুথে। গত ১০ তারিখ এখানে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। সেই দিন ওই বুথে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছিল।
বীরভূমের একাধিক জায়গায় অশান্তি। লাভপুরে হাতিয়া গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর। আবার বোলপুর শহরে একটি ওয়ার্ডে তৃণমূলের অভিযোগ বিজেপি বুথ জ্যাম করার চেষ্টা করছে। বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে বুথের কাছে উদ্ধার তাজা বোমা। ১ জনকে আটক করেছে পুলিস। ইলামবাজারে জমায়েত হটাতে লাঠি হাতে নামল বাহিনী।
কোভিড বিধি মেনে সকলকে ভোট দেওয়ার আহ্বান করছি। গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করুন। টুইটে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অমিত শাহের টুইট, বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে উৎসাহের সাথে অধিক সংখ্যায় ভোট দান করুন। বীরভূমের লাভপুরে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। বললেন, এত শান্তিপূর্ণ ভোট আগে কখনও হয়নি। ভোট গণতান্ত্রিক অধিকার, সবাই ভোট দিন। ভোট শুরু হতেই বেলেঘাটায় জমায়েত ঘিরে বিশৃঙ্খলা। বুথের সামনে বাজার বসলে তা তুলে দেয় পুলিশ। তা নিয়েই বিক্রেতাদের সঙ্গে পুলিশের বচসা, উত্তেজনা। চলে লাঠিচার্জ, অশান্তি এড়াতে কয়েকজনকে আটক করা হয় বলে অভিযোগ। বীরভূমের ময়ুরেশ্বরে তৃণমূল কর্মীদের উপর হামলা। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার গেরুয়াশিবিরের। এলাকায় উত্তেজনা।
মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভার হোসেনপুরে আক্রান্ত সংযুক্ত মোর্চার এজেন্টরা। বাড়িতে ভাঙচুর, লুঠপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় বোমাবাজি করেছে কংগ্রেসই, পাল্টা শাসকদলের প্রার্থী। মুর্শিদাবাদের ডোমকলে সকাল থেকে ব্যাপক উত্তেজনা। ডোমকলের সাহবাজপুরে তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃত ব্যক্তি সিপিএম কর্মী বলে দাবি সংযুক্ত মোর্চা নেতৃত্বের।