যত দিন গড়াচ্ছে ততই দুষ্কৃতীদের আঁতুড়ঘরে পরিণত হচ্ছে জগদ্দল ও ভাটপাড়া এলাকা। বোমাবাজি, গোলমাল, রক্তপাতের মতো ঘটনা রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবার সরাসরি পুলিশকে লক্ষ্য করেই বোমা ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনাটি ভাটপাড়া পুরসভার ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের। বুধবার গভীররাতে আটচালা বাগান এলাকায় গোলমাল শুরু হয়। সেখানে পুলিশ পিকেট থাকলেও দুষ্কৃতীরা তান্ডব চালায়। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে আচমকাই বোমাবাজি শুরু হয়। একটি অটো করে আসে দুষ্কৃতীরা, তাকে তাড়া করে পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করেই বোমা ছোড়ে তাঁরা।
ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক, পুলিশকর্মীরা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। পরে দেখা যায় দুইজন পুলিশকর্মী যন্ত্রনায় কাতরাচ্ছে। তাঁদের উদ্ধার করে এক কলকাতার এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। গোটা ঘটনায় মুখে কুলুপ এটেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কর্তারা। জানা যাচ্ছে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তিনজনকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এলাকা থমথমে।
You must be logged in to post a comment.