লক্ষ্য সোনার বাংলা। এই প্রচার ও জনগণের মতামত নিতে কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর আজ একাধিক কর্মসূচি রয়েছে শহর থেকে জেলায়। তবে কর্মসূচির আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। এটা অবশ্য অর্জুন সিংয়ের এলাকা বলেই পরিচিত। তিনি এখন বিজেপি সাংসদ। আর এখানেই পড়ল বোমা। আর তাতেই শুরু হয়েছে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের পুর প্রশাসকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। বিজেপির এক বিদায়ী কাউন্সিলর খুশবু নিসার বাড়িতে বোমাবাজি করা হয়। পাওয়ার হাউজ মোড়েও চারটি বোমা পড়ে। আর এখানেই আজ ব্যারাকপুরের ঘোষপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করছেন জেপি নাড্ডার।
বোমাবাজির সময় পোস্টার, ব্যানার লাগাচ্ছিলেন বিজেপি নেতা–কর্মীরা। অভিযোগ, তখনই হামলা চালায় তৃণমূল ঘনিষ্ঠ একদল দুষ্কৃতী। চলে বেধড়ক মারধর। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপিই তাদের মিছিলে হামলা চালায়। এক তৃণমূল কর্মীর মাথা মেরে মাথা ফাটানোর অভিযোগ করা হয়েছে। ২২ নম্বর ওয়ার্ডে দলের পার্টি অফিসেও চলে বোমাবাজি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে জগদ্দল থানার পুলিশ।
ঘোষপাড়া দিয়ে বেরোনোর কথা রয়েছে পরিবর্তন যাত্রা। যাতে অনুমতি দেয়নি পুলিশ। বোমাবাজিতে তিন–চারজন জখম হয়েছে। আহতদের দু’জনকে ভর্তি করা হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তবে দুই দলই হামলার অভিযোগ অস্বীকার করেছে। বারাকপুরে রথযাত্রা কর্মসূচির সূচনা করে বিজেপির সর্বভারতী সভাপতি মসজিদ মোড় থেকে আনন্দপুরী মাঠ পর্যন্ত যান।
