বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া এলাকা। এবার হামলার মুখে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার মাঝরাতে তাঁর বাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। সেভাবে কোনও ক্ষতি না হলেও, বাড়ির দেওয়ালে হামলার চিহ্ন রয়েছে। ঘটনার জেরে মাঝরাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আশেপাশের এলাকায়। সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, শুধু তাঁর বাড়িই নয়। দুষ্কৃতীদের নিশানায় ছিলেন তাঁর নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে অর্জুন সিংয়ের ভাটপাড়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। কয়েকটি দেওয়াল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। অভিযোগ, তাঁর বাড়ির সামনে মোতায়েন সিআরপিএফ জওয়ানদের ঘাঁটিতেও বোমাবাজি হয়। অল্পের জন্য রক্ষা পান জওয়ানরা।
এখন অর্জুন সিং নিজে ভাটপাড়ায় নেই, তিনি দিল্লিতে রয়েছেন। রাতে নিজের বাড়িতে বোমা হামলার খবর পেয়ে সেখান থেকেই চূড়ান্ত উদ্বেগপ্রকাশ করেছেন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি জানান, তাঁর নিরাপত্তারক্ষীরাও বিপদের মধ্যে রয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বকেই এর জন্য দায়ী করেছেন বারাকপুরের বিজেপি সাংসদ।
এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘শুধু আজ নয়, উনি যেদিন থেকে তৃণমূল ছেড়ে আমাদের দলে যোগ দিয়েছেন, সেদিন থেকেই ওঁর উপর এমন হামলা চালাচ্ছে তৃণমূল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খুব খারাপ।’ এই ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকার। এদিন টুইটে তিনি ঘটনার কথা জানিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। বিজেপি সাংসদের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় তৃণমূলের জড়িত থাকার কথা অস্বীকার করেছে স্থানীয় নেতৃত্ব।