সাত সকালে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক। ইমেলে রাজধানীর একাধিক স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। বিষয়টি প্রকাশ্যে আসতেই সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে।
জানা গিয়েছে, একই ইমেল বহু স্কুলকে পাঠানো হয়েছে। দ্রুত পড়ুয়াদের স্কুলগুলোর বাইরে নিয়ে এসে বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। তবে কোথাও সন্দেহজনক কিছু মেলেনি এখনও পর্যন্ত।
জানা গিয়েছে, বুধবার ভোরে দিল্লির কমপক্ষে ৬০টি স্কুলে বোমাতঙ্ক দেখা দেয়। এদিন ভোর ৬ টা নাগাদ প্রথম মেল আসে ডিপিএস দ্বারকায়। এরপর চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, নয়ডা দিল্লি পাবলিক স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, পুষ্প বিহারের অ্য়ামিটি স্কুল, ডিএভি স্কুলে আচমকাই ইমেল আসে।
ইমেলে বলা হয়, স্কুলগুলিকে উড়িয়ে দেওয়া হবে। উড়ো ইমেল পেতেই স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। মুহূর্তের মধ্যে নড়েচড়ে বসে পুলিশ। দ্রুত বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।