দেশ ব্রেকিং নিউজ

ফের বোমা-হুমকি রাজধানীর একাধিক স্কুলে!

ফের বোমার হুমকি দিল্লির একাধিক স্কুলে। শনিবার ই-মেইলের মাধ্যমে দিল্লির একাধিক স্কুলে এসেছে বোমার হুমকি। এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার এল বোমার হুমকি। শনিবার নতুন করে বোমার হুমকির প্রেক্ষিতে স্কুলগুলিতে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত স্কুলগুলি থেকে কিছুই পাওয়া যায়নি।

এর আগে শুক্রবারই দিল্লির প্রায় ৩০টি স্কুল বোমার হুমকি এসেছিল। শনিবার সকালে আবারও দিল্লির একাধিক স্কুল কর্তৃপক্ষ বোমার হুমকি পেয়েছে চিন্তিত প্রশাসনিক মহল। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ডিপিএস আর কে পুরম, বসন্ত কুঞ্জের রায়ান ইন্টারন্যাশনাল স্কুল বোমার হুমকি পায়। এদিন সকাল ৬.১২ মিনিট নাগাদ ই-মেইল পেয়েছে স্কুল কর্তৃপক্ষ। সেই প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।