ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজের বিমানে বোমা আছে বলে চিৎকার করতে থাকেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সোমবার রাতে ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটির। কিন্তু বিমানে বোমা আছে খবর ছড়ানোর পরেই বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি।তবে কোনও সন্দেহজনক বস্তুর সন্ধান পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে শুরু হয় তল্লাশি।
পুলিশের অনুমান, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ। কেন তিনি বোমা আছে বলে চিৎকার করলেন, ওই যাত্রীকে আটক করে তা জানার চেষ্টা করছে সিআইএসএফ। বোমাতঙ্ক ছড়ানোর ফলে রাত তিনটে থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে বিমানটি।
জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক জানিয়েছে, বিমানের অন্য এক ব্রিটিশ নাগরিক যাত্রী নাকি তাঁকে জানিয়েছে যে, বিমানে বোমা রাখা আছে। তাঁর বাবাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছে, তাঁর ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত। গোটা ঘটনা ঘিরে রীতিমতো হুলুস্থুল কাণ্ড ঘটে গেছে কলকাতা বিমানবন্দরে।